টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস এবং টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস । Tecno Mobail Price

টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস


সূচীপত্রঃটেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস। বর্তমানে বহু কোম্পানি দেশে এসেছে যা মানুষের মনে সারা ফেলে দিয়েছে। কিন্তু টেকনো কোম্পনীর মোবাইল কম দামে ভালো অনেক মোবাইল মানুষের কাছে উপহার দিয়েছে। তাই আজকের নিবন্ধে আমরা টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস সম্পর্কে আলোচনা করবো আশা করি কম দামে ভালো মোবাইল আপনাদের কাছে তুলে পারবো। 


সাথে থাকছে টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস, টেকনো মোবাইল দাম 3 32, টেকনো মোবাইল দাম ৪ ৬৪ এবং সর্বশেষে থাকছে টেকনো মোবাইল কত মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে? এই সব বিষয় নিয়ে মানে টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস নিয়ে কথা হবে সাথে থাকবেন আশা করি আপনার এবং আপনার বন্ধুদের জন্যে উপকারী একটি পোস্ট হতে যাচ্ছে। 

টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস


টেকনো 6/128 ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় স্মার্টফোন, যা নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত গ্রাহকদের জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে । 6 জিবি র‍্যাম সম্বলিত ফোনটিতে রয়েছে128 জিবি রম, যা ব্যবহারকারীদের দ্রুতগতির পারফরম্যান্স এবং পর্যাপ্ত স্টোরেজ পেয়ে যাবেন। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং Realme UI T অপারেটিং সিস্টেমে চলে, যা একটি আপডেটেড এবং সহজ-সরল ইউজার ইন্টারফেস প্রদান করে।  


ডিসপ্লে এবং ক্যামেরা


মোবাইলের যে অংশ দেখে মানুষের নজর কেড়ে নেই সেই অবভাবনীয় পুরোনটি করবে ফোনটির 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে (107.4 cm²) ব্যবহারকারীদের ভিডিও দেখার জন্যে এবং সাথে গেম খেলার জন্য অসাধারণ অভিজ্ঞতা দেবে। প্রধান ক্যামেরা হিসেবে ডুয়াল 50 মেগাপিক্সেল লেন্স রয়েছে, যা অত্যন্ত দৃষ্টি নন্ধন ও স্পষ্ট এবং উজ্জ্বল ছবি তোলার সক্ষমতা রাখে। 


ব্যাটারি এবং চার্জিং


চার্জ একটি বিশেষ অবস্থা বহন করে থাকে এই টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস

ফোনটি। এই মোবাইলটি 5000 mAh লি-পো ব্যাটারি দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত, বিশেষত যারা দিনব্যাপী ফোন ব্যবহার করেন তাদের জন্যে। 


নির্দেশনা ও শর্তাবলী 


১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি থাকলেও দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়। সীল ভাঙা হলে বা মন পরিবর্তনের কারণে রিটার্ন সম্ভব নয়। অর্ডারের আগে স্টক এবং ডেলিভারি সম্পর্কিত তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে।  


সর্বোপরি টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস ধরা হয়েছে ১৩৯৯৯ টাকা। তবে দারাজ থেকে কিনলে এই প্রাইসে সহজে পেতে পারেন। অন্য কোন অনলাইন সপ থেকে কিনলে এই প্রাইস থেকে কিছুটা উঠা নাম করতে পারেন। তার মানে ১৫০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। 

টেকনো মোবাইল দাম 3 32


টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস নিয়ে কথা বলতে বলতে আমরা এখন টেকনো মোবাইল দাম 3 32 জিবি রমের এই মোবাইল নিয়ে আলোচনার করার চেস্টা করবো ।


টেকনো মোবাইল দাম 3 32 মাত্র ৬,৯৯৯ টাকায় বাজেট ফ্রেন্ডলি এই স্মার্ট ফোনটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে । যাকে টেকনো স্পার্ক ৬ গো বলে চিনে থাকে বিশেষ করে। টেকনো কোম্পানির এই সিরিজের মোবাইলটি খুবই চমকপ্রদ। চলুন আমরা এই মোবাইলের বৈশিষ্ট গুলি একটু জেনে আসি। 


টেকনো মোবাইল দাম 3 32 এর বৈশিষ্ট্য


বৈশিষ্টের মধ্যে যা বেশি প্রথম চোখে পড়ে তাহলো ডিসপ্লে এবং টেকনো স্পার্ক 6 গো ফোনটির ডিসপ্লে আকার হলো ৬.৫২ ইঞ্চি, যা বড় এবং স্পষ্ট স্ক্রিনের স্বাদ উপভোগ করতে পারেন ।এই মোবাইলটিতে MediaTek Helio A25 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। 


এই মোবাইলের কার্যকরী হওয়ার পিছনে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের জাদুকরি ক্ষমতা দেখানোর মত নির্মিত। এছাড়াও, এর ৫,০০০ mAh ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে, যা সারাদিন চার্জ ছাড়াই কাজ করার জন্যে উপযুক্ত।  


ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা রয়েছে,  স্পষ্ট এবং উজ্জ্বল ছবি তোলার ক্ষেত্রে খুবই সুবিধা দিয়ে থাকে। 

 

টেকনো স্পার্ক 6 গো ফোনটি তার মূল্য এবং ফিচারের তুলনায় অসাধারণ। যারা কম দামে ভালো ফিচারের স্মার্টফোন চান, তাদের জন্য এটি একটি চমৎকার সমাধান।

টেকনো মোবাইল দাম ৪ ৬৪


টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস হিসেবে যারা জানার জন্যে এসেছেন তাদের জন্যে আজকে টেকনো মোবাইল দাম ৪ ৬৪ সম্পর্কে আমরা এগিয়ে যাবো। 


টেকনো তাদের নতুন মডেল ৪/৬৪ স্মার্টফোনটি ২৮ নভেম্বর, ২০২৩-এ বাজারে এনেছে। টেকনো কোম্পনীর এই মডেলটি  স্বল্প দামের মধ্যে উন্নত ফিচার এবং স্টাইলিশ ডিজাইনের একটি অসাধারণ প্যাকেজ বলা যায় । চলুন তাহলে আমরা বৈশিষ্ট গুলি একটু জেনে আসি। 

টেকনো মোবাইল দাম ৪ ৬৪ রম এর বৈশিষ্ট 


টেকনোর এই সিরিজে মিস্ট্রি হোয়াইট এবং গ্র্যাভিটি ব্ল্যাক রঙে বাজারে এনেছে , যা এর চেহারায় একটি প্রিমিয়াম লুক দেখতে পারবেন। 


৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এর সমন্বয়ে  ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটিতে ৯০ হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত কভার দিয়ে থাকে। এর পাঞ্চ-হোল ডিজাইন এবং প্লাস্টিকের দেহ ফোনটিকে হালকা ও সহজে বহনযোগ্য করে তোলে।  


পিছনের ডুয়াল ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি এআই লেন্স। এটি এফ/১.৮ অ্যাপারচার ও ডুয়াল-এলইডি ফ্ল্যাশসহ পরিষ্কার ছবি তোলার মত সুবিধা দিয়ে থাকে । সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরাটি ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ সেলফি এবং ভিডিও কলের জন্য চমৎকার অভিজ্ঞতা প্রদান করে থাকে। 


ফোনটিতে Unisoc T606 চিপসেট এবং ৪ জিবি র‍্যাম রয়েছে, যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য উপযোগী। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজর সাথে আরো  মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়। 


এছাড়াও ব্যাটারির পারফর্মেন্স কি আর বলবো? ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সুবিধা ফোনটিকে দীর্ঘক্ষণ ব্যবহার উপযোগী করে তোলে।  


পাশে-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা ফোনটির নিরাপত্তা নিশ্চিত করে। এতে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি কানেক্টিভিটি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ব্লুটুথ ৫.০ রয়েছে। 


আপনারা চাইলে এই লিংকে গিয়ে মোবাইলটি ক্রয় করতে পারেন ।

টেকনো মোবাইল কত মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে?


আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস নিয়ে। আমরা উপরে অনেক কথা বলেছি টেকনো কোম্পনীর মোবাইলের মধ্যে টেকনো 6 128 বাংলাদেশ প্রাইস, টেকনো মোবাইল দাম 3 32, টেকনো মোবাইল দাম ৪ ৬৪ জিবি রম সম্পর্কে বলেছি। 


কিন্তু টেকনো মোবাইল কত মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সেই কথা নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা চেষ্টা করবো আপনাদের সুবিদার্থে টেকনো কোম্পানি তাদের মোবাইল গুলিতে কতদিন রিপ্লেসমেন্ট দিচ্ছে তা জানিয়ে দেওয়ার জন্যে। 


টেকনো কোম্পানির মোবাইল গুলিতে প্রায় ১৩ মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে। এর সাথে আরো সুবিধা দিচ্ছে বিক্রয়ত্তোর ১০০ দিনের রিপ্লেসম্যান্ট গ্যারান্টি। যা আপনি অন্য কোন মোবাইলের মধ্যে পাবেন না। 


অনেকে মোবাইলের কেনার সময় এই বিড়ম্বনায় পড়ে থাকেন। তাই আমরা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি যেন টেকনো মোবাইলের কেনার সময় টেকনো মোবাইল কত মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সেই প্রশ্নে আপনাকে জর্জরিত না করেন। 

টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস নিয়ে শেষ কথা


টেকনো মোবাইল নিয়ে আমরা কিছু ফিচার নিয়ে কথা বলেছি এবং এর সুবিধা সম্পর্কে বলার চেষ্টা করেছি। সর্বোপরি টেকনো মোবাইলের গ্যারান্টি নিয়ে ও কথা বলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং অজানা কে জেনে যাবেন ।


টেকনো মোবাইল ফোন বাংলাদেশ প্রাইস নিয়ে শেষ কথা এই যে আশা করি টেকনো মোবাইল গুলি আমাদের মত দেশের জন্যে খুবই সহজলভ্য এবং সুবিধাজনক মোবাইল বলে আমরা মনে করি, যা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তের জন্যে এমনকি গরিবদের জন্যে ও উপযুক্ত মোবাইল হিসেবে তৈরী করেছে এই টেকনো মোবাইল। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪