আকাশ টিভি প্যাকেজ ২০২৩ - Akash DTH TV Packages 2023
কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন । এই ব্লগে আপনি ঘুরতে এসেছেন কিভাবে আকাশ টিভি প্যাকেজ ২০২৩ সালে চ্যানেল লিস্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতেন । এবং আপনার খুব প্রয়োজন বলে জানতে এসেছেন।
স্বচ্ছ ,পরিষ্কার এবং HD মোশনের মতো দেখতে ভালোবাসে । তাই সেই সুবাদে আমরা আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট এবং ২০২৩ সালে আকাশ টিভি প্যাকেজ সম্পর্কে আলোচনা করবো এবং আপনাদের মনের চাওয়াকে পূরণ করার চেষ্টা করবো ।
আকাশ ডিটিএইচ টিভি কি ?
আকাশ ডিটিএইচ টিভি হলো একটি স্যাটেলাইট পরিষেবা প্রতিষ্টান। ডিটিএইচ(DTH) মানে হল ডিরেক্ট টু হোম। আকাশ এটি ব্র্যান্ডের নাম। আকাশ ডিটিএইচ টিভি হলো যা তাদের নিজস্ব একটি স্যাটেলাইটের মাধ্যমে ডিরেক্ট হোমে, মানে টিভিতে সংকেত পাঠিয়ে থাকে।
যার দ্বারা গ্রাহকরা একটি সেট অফ বক্সের মাধ্যমে টিভির চ্যানেল কন্ট্রোল করতে পারে কারণ এর সাথে একটি ছোট্ট এন্টিনা যুক্ত থাকে। এবার গ্রাহকরা এই আকাশ টিভির মাধ্যমে বাংলা,ইংরেজি অথবা হিন্দি ভাষায় মনের মতো করে টেলিভিশন দেখতে পারে।
আকাশ টিভি কেন কিনবেন ?
ব্যাপক কভারেজ রেঞ্জের কারণে আকাশ টিভি খুব জনপ্রিয় । সারা দেশে সকল অঞ্চলে সেবা দেওয়ার জন্যে স্যাটেলাইট এবং ট্রান্সমিটার স্থাপন করেছে এই স্যাটেলাইট পরিষেবা কোম্পনিটি। তাই এর গ্রাহকরা দেশের যেকোনো অঞ্চল থেকে এর চ্যানেলগুলি এক্সেস করতে পরবে। আর ও অনেক রকম সুবিধা রয়েছে তাদের যেমন
১. সহজে ইন্সটলেশন
২. নিখুঁত ছবি এবং সাউন্ড
৩. মনের মতো রিচার্জ করা যায়
৪. ইচ্ছেমত চ্যানেল এক্সেস করতে পারবেন
এছাড়াও আপনি দেশের ডিস্ ক্যাবল লাইনের মধ্যে এই সুবিধা গুলি পাবেন না। আকাশ ডিটিএইস কোমপানির সেট অফ বক্স এর মাধ্যেম যে সুবিধা আপনি পাবেন। সেই সুবিধা আপনি দেশের লোকাল ক্যাবল অপারেটরদের মধ্যে খুঁজে পাবেন না।
আকাশ টিভি প্যাকেজ ২০২৩
একটি সেট অফ বাক্স
HDMI কেবল
রিমোট কন্ট্রোল ইউনিট (RCU)
একক পোর্ট LNB
১০ মিটার ক্যাবল (বেশি হলে এক্সট্রা চার্জ প্রযোজ্য)
আকাশ টিভি রিচার্জ করার জন্যে অনেক অফার করে থাকে । এবং এরা তিনটি প্যাকেজ এর মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে।
আকাশ টিভি মাসিক চার্জ স্ট্যান্ডার্ড প্যাকেজ ৪০০ টাকা । Standard Packages per Month 400 TK
আকাশ টিভির প্যাকেজের মধ্যে ৪০০ টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজটি মাসে দিয়ে থাকে তারা । আপনি ৪০০ টাকা প্রতিমাসে রিচার্জ করলে এই স্ট্যান্ডার্ড প্যাকেজ টির সুবিধা উপভোগ করতে পারবেন।
কিন্তু এতে এরা কিছু সুবিধা দিয়ে রেখেছে। যেমন আপনি যদি এই প্যাকেজটি ১ বছরের জন্যে একবারে এক্সেস নিতে চান তাহলে ৪০০ টাকা করে আসে ৪৮০০ টাকা।
আর আপনি যদি ৪৮০০ টাকা দিয়ে একবারে প্যাকেজটি কিনে নেন তাহলে সেক্ষেত্রে আপনি ১২ মাসের জায়গায় ১৫ মাস পর্যন্ত প্যাকেজটির সুবিধা নিতে পারেন ।
আবার যদি ৬ মাসের জন্যে ৪০০ টাকা করে ২৪০০ টাকা একবারে রিচার্জ করেন। তাহলে আপনি ৬ মাসের জায়গায় ৭ মাস পর্যন্ত দেখতে পারবেন এই স্ট্যান্ডার্ড প্যাকেজটি।
এরপর যদি ৩ মাসের জন্যে ১২০০ টাকা দিয়ে নেন। তাহলে ১১০০ টাকা দিয়ে আপনি এই ৩ মাসের সুবিধা পেতে পারেন।
আকাশ ডিটিএইস টিভির স্ট্যান্ডার্ড প্যাকেজ ২০২৩ সালের এই স্ট্যান্ডার্ড প্যাকেজটিতে আপনি চ্যানেল লিস্ট হিসেবে পাবেন।
এন্টারটেইনমেন্ট (Entertainment )৫০ টি
ইনফোটেনমেন্ট (Infotainment) : ১৫ টি
শিশুদের চ্যানেল (Kids):৯ টি
মুভি চ্যানেল (Movie): ১৭ টি
সংগীত চ্যানেল (Music): ৮টি
সংবাদের চ্যানেল (News): ২০টি
ধর্মীয় চ্যানেল (Religious): ৩টি
খেলার চ্যানেল (Sports): ১১ টি
আর ও পড়ুন ঃ
ফ্রিল্যান্সিং কি ধরনের কাজ করে এবং ফ্রিল্যান্সাররা মাসে কত টাকা আয় করে ।কিভাবে বাংলা কন্টেন্ট তৈরি করতে হয় ২০২৪
আকাশ টিভি মাসিক চার্জ ৩৫০ টাকা লাইট-প্লাস প্যাকেজ । Akash Lite-Plus Packages Per Month 350 TK
আকাশ রিচার্জ প্যাকেজ হিসেবে এই লাইট প্লাস প্যাকেজ টিতে ও খুব উপভোগ্য চ্যানেল লিস্ট রয়েছে। আকাশ টিভি প্যাকেজের ২০২৩ সালের জন্যে এটি চমৎকার। এই প্যাকেজটি কিনতে হলে আপনাকে ৩৫০ টাকা দিয়ে কিনতে হবে।
আবার এই প্যাকেজটিতে কিছু অফার তারা সংযোজন করেছে। যেমন আপনি এই প্যাকেজ যদি ১২ মাসের জন্যে ৩৫০ টাকা করে কিনলে ৪২০০ টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি একই টাকা দিয়ে ১৫ মাস পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবেন। বোনাস হিসেবে পেলেন ৩ মাস। টাকার হিসেবে যদি হিসেবে করেন তাহলে পড়বে ২৮০ টাকা করে।
আর যদি ৬ মাসের জন্যে ৩৫০ টাকা করে ২১০০ টাকা দিয়ে কিনেন তাহলে তাহলে সুবিধা ভোগ করবেন ৭ মাস। তার মানে আপনি এক মাস বোনাস হিসেবে পেলেন। অথবা টাকার হিসেবে করলে আপনি মাসে পরবে ৩০০ টাকা।
তবে আকাশ টিভির শর্ত প্রযোজ্য।
এই প্যাকেজের চ্যানেল সমূহ ঃ
এন্টারটেইনমেন্ট (Entertainment )৪৬ টি
ইনফোটেনমেন্ট (Infotainment) : ৮ টি
শিশুদের চ্যানেল (Kids):২ টি
মুভি চ্যানেল (Movie): ১৬ টি
সংগীত চ্যানেল (Music):৫ টি
সংবাদের চ্যানেল (News): ১৮ টি
ধর্মীয় চ্যানেল (Religious): ৩ টি
খেলার চ্যানেল (Sports): ২ টি
আকাশ টিভি মাসিক চার্জ ৩০০ টাকা লাইট প্যাকেজ । Akash Lite Packages Per Month 300 TK .
আকাশ টিভির এই অফার টি হচ্ছে একদম লাইট প্যাকেজ। আকাশ টিভি মাসিক চার্জ এটি ৩০০ টাকার অফার। আপনি ৩০০ টাকা রিচার্জ করলেই এই অফারটি উপভোগ করতে পারবেন।এই প্যাকেজে আকাশ এর চ্যানেল লিস্ট থাকছে।
এন্টারটেইনমেন্ট (Entertainment )৩৩ টি
ইনফোটেনমেন্ট (Infotainment) : ৭ টি
শিশুদের চ্যানেল (Kids):২ টি
মুভি চ্যানেল (Movie): ৬ টি
সংগীত চ্যানেল (Music): ৪ টি
সংবাদের চ্যানেল (News): ১৮ টি
ধর্মীয় চ্যানেল (Religious): ৩টি
খেলার চ্যানেল (Sports):১ টি
শেষ কথা
আকাশ টিভি বর্তমানে খুব জনপ্রিয় তাই আকাশ টিভি অনায়াসে সংযোগ নিতে পারবেন তাতে কোনো রকম সন্দেহ নেই । কারণ এদের পরিষ্কার স্বচ্ছ ছবি মানুষের মন আকর্ষণ করবে।
আকাশ রিচার্জ প্যাকেজ এবং আকাশ ডিটিএইস টিভির প্যাকেজ সম্পর্কে ২০২৩ সালে আর কোনো রকমের দ্বিধা দ্বন্ধ থাকার কথা নই । আশা করি এই নিবন্ধের ইনফরমেশন বা সংবাদ আপনাদের উপকারে আসবে।
আকাশ টিভির হ্যাল্পলাইন
১৬৪৪২
০৯৬০৯৯৯৯০০০
এই পোস্টটি প্রয়োজনে আপডেট করা হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url