জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৪ । Juki sewing machine price Bangladesh 2024
সূচীপত্রঃজুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ । বাংলাদেশ পোশাক রপ্তানিতে বর্তমানে অনেক এগিয়ে এবং এটি আমাদের দেশের জিডিপি রক্ষার প্রধান হাতিয়ার । এখন সেলাই কাজ জানেনা এমন নারী খুঁজে পাওয়া বড়োই মুশকিল । যারা উচ্চ্ শিক্ষিত অফিস আদালতে চাকরি করে তারা সেলাই কাজ থেকে দূরে ।
তাছাড়া ঘরে কোন মেয়ে এখন বসে থাকে না । অন্তত সেলাই কাজ এখন তাদের হাতিয়ার । সরকারিভাবে ও অনেক উদ্যোগ নিয়েছে মেয়েদের কে সেলাই কাজে উন্নতির করার জন্যে। কিন্তু এই সেলাই মেশিন এখন আর আগের মত সনাতন পদ্বতির বাটার ফ্লাই মেশিন নেই ।
এখন জুকি সেলাই মেশিন দিয়ে গার্মেন্টস বলেন সাধারণ দর্জির দোকানে ও আপনি দেখতে পাবেন। দিন দিন চাহিদা বেড়েই চলছে । তাই আজকে আমরা ও জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ সম্পর্কে আলোচনা করবো সাথেই থাকবেন উপকারে আসবে বন্ধুরা আপনাদের ।
জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৪
গ্রামের সেলাই কাজ যারা করে তারাও এখন বর্তমানে জুকি সেলাই মেশিন ছাড়া কাজ করে না। অনেকে অনলাইনে এসে জানতে চান জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ সম্পর্কে। কত চলছে বাংলাদেশে জুকি সেলাই মেশিন ।
এখন শুধু সেলাই মেশিনের দাম জানলে তো হচ্ছে না। কোন মেশিনের কেমন সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং বৈশিষ্ট কি এই বিষয়গুলি জানতে হবে। আজকে আমরা সেই বিষয়গুলি তুলে ধরবো যেগুলি দামের বাইরেও জানার বেশি প্রয়োজন ।
আমরা কয়েকটি জুকি সেলাই মেশিন বাংলাদেশে দাম কেমন চলছে এবং কোনটি বেশি জনপ্রিয় সেই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো। তবে আপনি সুইং মেশিন জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশে নূন্যতম ১৭ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত বাজেট করলেই আপনি পেয়ে যাবেন ।
জুকি গার্মেন্টস সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৪
এই জায়গা দখল করে নিয়েছে জুকি মেশিন । কারন এই মেশিনে অটমেটিক ববিন উইন্ডাপ এবং দ্রুত নিখুঁত সেলাই করার জন্যে বেশির ভাগ জুকি মেশিন গুলি গার্মেন্টস শিল্প বেচে নিয়ে থাকেন । এক কথায় গার্মেন্টসের বিশ্বস্তার প্রতিক হিসেবে জুকি সেলাই মেশিন গুলি আস্থা কুড়িয়েছেন ।
তবে হাউজহোল্ড মেশিনের চেয়ে এই মেশিন গুলি বেশি দক্ষ এবং সুবিদা দিয়ে থাকেন । এবং এই জুকি মেশিনগুলি শক্ত ও মজবুত হতে হয় । বডি শক্ত ধাতু দিয়ে তৈরি হতে হয় যাতে করে ভাল প্রেশার সহ্য করতে পারে । তাছাড়া ও মিনিটে ৭০০ স্টিস পর্যন্ত সেলাই করার নিখুঁত কার্যকরী ক্ষমতা থাকতে হবে ।
এই সব বৈশিষ্টগুলি একমাত্র জুকি মেশিনের মধ্যে পেয়ে যাবেন । দামের কথা কি আর বলব যে হারে গার্মেন্টস এর প্রোডাকশন রয়েছে সে হারে গার্মেন্টস এ জুকি মেশিনের দাম কিছুই না ।
জুকি গার্মেন্টস সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৪ এ সর্বোচ্চ ৪০ হাজার টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে । আমরা নিচে কিছু গার্মেন্টস এর জন্যে জুকি মেশিন সম্পর্কে আলোচনা করেছি ।
সেরা ৫ টি জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৪ । Top 5 Juki Sewing Machine Price Bangladesh 2024
যা আপনার হাতের নাগালে খুব সহজে পেয়ে যাবেন। আশা করি আপনি একটি মেশিনের ভালোবাসা ছেড়ে যেতে পারবেন না। কারণ এদের ফিচার এবং কার্যক্ষমতা এত দারুন ।
প্রত্যেক সেলাই কাজের মানুষের জন্যে প্রয়োজনীয় এবং উপকারী হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। চলুন তাহলে দেরি না করে আমরা সেরা ৫ টি জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ সম্পর্কে ভাল করে জেনে আসি ।
DDL 8100eH জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
যা দিয়ে আপনি খুব সহজেই আকর্ষনীয় ডিজাইন করে সেলাই উপাহার দিতে পারবেন । যা আপনার কাজের গতি এবং উপার্জন বৃদ্দ্বির জন্যে সহায়ক । এই মডেলের মেশিনটি কম সময়ে বেশি কাজ করার জন্যে ৪০০০ স্টিচ/মিনিট পর্যন্ত কাপড় সেলাই করতে পারবেন অনায়াসে ।
এটি গার্মেন্টস এর কাজের জন্যে ভাল পরিমানে ফিচার দিয়েছেন তাই কোন মতে এই মডেলের ফিচার গুলি আপনি ফেলে যাওয়ার চান্স নেই । এবং এতি সময়োপযোগী একটি সেলাই মেশিন ।
- ওজনঃ ২৬ কেজি
- সর্বোচ্চ সেলাইঃ ৫ মি. মি. দৈর্ঘ্য
- স্পিডঃ ৪০০০ স্টিস/মিনিট সর্বোচ্চ
- নীডল বার স্ট্রোকঃ ৩৫ মি. মি.
- এনার্জি সেভিং লেবেলঃ হাই
DDL-8700 । জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
SERVO মোটর সমৃদ্ব এই DDL-8700 মডেলের জুকি সেলাই মেশিনটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশে । হয়ত অনেকে SERVO মোটর সম্পর্কে জানেনা । SERVO মোটর আপনার ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী । বেশির ভাগ মানুষ এটি প্রেমে পড়েছে এই বিদ্যুৎ এর কারনে ।
এছাড়া ও আপনার মেশিন চললে নয়েজ তৈরি করে না যা শব্দ দূষন থেকে মুক্তি পাবেন । প্রতি মিনিটে ৫৫০০ স্টিস পর্যন্ত সেলাই করতে পারবেন এই মেশিন দিয়ে । এবং এই মেশিনটিতে কোম্পানী ৩ মাসের ওয়ারেন্টি দিচ্ছেন ।
- ওজনঃ ২৮ কেজি
- সেলাইয়ের দৈর্ঘ্যঃ ৫ মি মি
- গতিঃ সর্বোচ্চ ৫৫০০ স্টিস প্রতি মিনিটে
- মোটরঃ SERVO মোটর
- ওয়ারেন্টিঃ ৩ মাস
আরও পড়তে পারেনঃ ভিশন ফ্রিজ ১২ সেফটি দাম কত
DDL-8100E । জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
DDL-8100E এই মডেলের সেলাই মেশিন বিল্ড-ইন এক্সসরিজ কম্পার্ট্মেন্ট এবং সুতার স্ট্যান্ড রয়েছে যা আপনাকে অনেক সুবিদা প্রদান করবে । ৪০০০-৫০০০ পর্যন্ত স্টিচ পাবেন মিনিট প্রতি । তবে এটি প্যাটার্ন দিয়ে আপনি সেলাই করতে পারবেন । ব্যকওয়ার্ড সেলাই সুবিদা রয়েছে এই মডেলের মেশিনটিতে ।চলুন আমরা কিছু ফিচার দেখে আসি এই মেশিনের ।
- পায়ে চালিত মেশিন টাইপ
- সেলাইয়ের দৈর্ঘ্যঃ ৫ মি. মি.
- গতিঃ সর্বোচ্চ ৪০০০-৫০০০ স্টিস প্রতি মিনিটে
- মোটরঃ ক্লাস মোটর
- সুবিদাঃ ব্যকওয়ার্ড সেলাইয়ের সুবিদা
- বিল্ড ইনঃ সুতার স্ট্যান্ড
- এক্সেসরিজ রাখার জন্যে কম্পার্ট্মেন্ট
DDL-7000A UBT । জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
মিনিটে সর্বোচ্চ ৫০০০ স্টিচ পর্যন্ত সেলাই করার সুবিদা ভোগ করতে পারবেন । এই জুকি মেশিনের মডেলটিতে লিফট প্রেশার ফুট রয়েছে ১৩ মি. মি. যা হাটু দিয়ে চলাতে পারবেন ।
- ওজনঃ ৩২ কেজি
- মোটরঃ Servo
- সেলাইয়ের দৈর্ঘ্যঃ ৫ মি. মি.
- গতিঃ সর্বোচ্চ ৫০০০ স্টিস প্রতি মিনিটে
- পাওয়ারঃ ২১০ V
- বিল্ড ইনঃ সুতার স্ট্যান্ড
- মেশিন টাইপঃ অটোমেটিক
MB-373 । জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি সেলাই মেশিন গুলির মধ্যে এই MB-373 মডেলটি খুবই সহজে অপারেট করা করা যায় । এই জুকি মেশিনে মিনিটে ১৫০০ স্টিচ পর্যন্ত গতিতে সেলাই করা যায় । প্রেশার ফুট লিফট দ্বারা নিয়ন্ত্রন করা যাবে ।
সুবিদা অনুযায়ী আপনি ইঞ্ছি প্রতি ৮,১৬ এবং ৩২ পর্যন্ত সেলাই দিতে পারবেন । ২০০ ওয়াটের এই মোটর সম্বলিত মেশিনটি সয়ংক্রিয় ভাবে সুতা কাটার জন্যে অটোমেটিক ট্রিমার দেওয়া রয়েছে যা আপনার সময় বাঁচাবে প্রচুর ।
- গতি সর্বোচ্চ: ১৫০০ RPM
- অটোমেটিক থ্রেড ট্রিমার
- পাওয়ারঃ ২০০ W
- স্বাভাবিক গতিঃ ১৩০০ RPM
- হালকা স্টীল দিয়ে তৈরিকৃত বডি
- প্রতি ইঞ্ছিতে সেলাই সংখ্যাঃ ৮, ১৬ ও ৩২ টি
জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ শেষ মন্তব্য
বহু সুবিধা সম্বলিত এই মেশিন গুলি মানুষের অনেক সুবিধার ক্ষেত্রে সময় বেশি বাঁচায় এবং কাজ দ্রুত হয়। তাই আশা করি আর কোন দ্বিধা দ্বন্দ না রেখে অনায়াসে জুকি সেলাই মেশিন কিনে কাজের গতিকে আরো বৃদ্ধি করুন ।
আপনার জন্যেঃ মদিনা পানির পাম্পের দাম বাংলাদেশ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url