মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় ও হোমিও চিকিৎসা
সূচীপত্রঃমূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় । শরীর হচ্ছে ব্যাধির মন্দির । যেখানে সবসময় ব্যাধির সৃষ্টি হচ্ছে । ঠিক তেমন মূত্রনালীর পাথর সম্পর্কে আশা করি আপনাদের ধারণা আছে । আর আজকের আর্টিকেল হচ্ছে যারা বিশেষ করে মূত্রনালীর পাথর নিয়ে উদ্ভিগ্ন রয়েছেন তাদের জন্যে । আমাদের অনেকের মধ্যে এখন মূত্রনালীর পাথর জমার কথা শোনা যাচ্ছে ।
তাই মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করবো। তার সাথে মূত্রনালীর পাথরের লক্ষণ, মূত্রনালীর পাথর অপারেশন খরচ বাংলাদেশ এবং মূত্রনালীর পাথর কেন হয় এই সব কথা নিয়ে কথা হবে। এটি একটি স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা আশা করি আপনাদের অনেক উপকার হবে ।
মূত্রনালীর পাথর কেন হয়
মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানার আগে মূত্রনালীর পাথর কেন হয় সেই সম্পর্কে জানার খুবই জরুরি । পাথর তো সাধারণত পৃথিবীতে পাওয়া যায় বা দেখতে পায় কিন্ত মানব দেহের ভিতরে ও যে পাথর তৈরী হয় তা কিন্ত অনেকে জানেনা । আবার যারা জানে তারা হয়ত শুনেছে কিন্তু বুজতে পারে না পাথর কেন হয় বা পাথরের হওয়ার কারণ কি ।
যদিও মূত্রনালীতে পাথর দূর করার ঘরোয়া উপায় রয়েছে কিছু। আমরা ধাপে ধাপে তা বর্ণনা করার চেষ্টা করবো। মানব শরীরের কয়েকটা জায়গায় পাথর হয় তার মধ্যে হলো মূত্রনালী, কিডনী, লিভার, অগ্ন্যাশয়, পিত্তথলি এবং প্রোস্টেট ইত্যাদি জায়গা গুলিতে পাথর হয়ে থাকে ।
এই পাথরগুলি হলো ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, অক্সালেট এবং সাইট্রেট অক্সালেট এর সমন্বয়। অর্থাৎ মূত্রনালীতে যে পাথর গুলি হয় সেইসব পাথরগুলির মধ্যে এই উপাদান গুলি বিদ্যমান। তারমানে ধরা যায় এই উপাদান গুলি রক্তের মাধ্যমে শরীরের বেশি হলে পাথর হয়।
মূত্রনালীতে পাথর হওয়ার কারণ গুলি কি
মূত্রনালীতে পাথর হওয়ার অনেক কারণ রয়েছে যা আমরা ধীরে ধীরে বলার চেষ্টা করছি। মূত্রনালীর পাথর হওয়ার কারণ জানলে মূত্রনালীর পাথর দূর করতে পারবেন ঘরোয়া উপায় এর মাধ্যমে ।
- মূত্রনালী সরু হয়ে গেলে পাথর হয়
- কোন রোগের ঔষদের মাধ্যমে ইনফেশন হলে মূত্রনালীতে পাথর হয়
- টিউমার হলে ও মূত্রনালীতে পাথর হয়
- পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে প্রস্রাবের রাস্তা সরু হতে পারে এই কারণেও মূত্রনালীতে পাথর হয়
- রক্তে বেশি পরিমান ক্যালসিয়াম, অক্সালেট এবং সাইট্রেট অক্সালেট বেশি হলে পাথর হয়ে থাকে
- মূত্রনালীতে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার পর ও উপযুক্ত চিকিৎসা না নেওয়ার কারণে ও মূত্রনালীতে পাথর হয়।
- দুধ ও দুগ্ধজাত খাদ্য বেশি খেলে ও পাথর হয়ে থাকে
- বাঁধাকপি, কলিজা, সিম এবং মাটির নিচের খাবার অতিরিক্ত খেলে ও হয়
- থাইরোয়েড গ্রন্থির অসুখ হলেও হয়ে থাকে মূত্রনালীতে পাথর
মূত্রনালীর পাথরের লক্ষণ গুলি কি কি
মূত্রনালীর পাথর হলে বিশেষ করে তেমন উপস্বর্গ দেখা দেয় না। তবে শারীরিকভাবে কিছু স্বাভাবিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে মূত্রনালীর পাথরের লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় ।
তারপর ও রেডিওগ্রাফির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে জানা যায়। চলুন তাহলে আমরা জেনে আসি শারীরিক কি স্বাভাবিক অবস্থার পরিবর্তন হলে বুজতে পারি মূত্রনালীতে পাথরের লক্ষণ ।
তারপর ও রেডিওগ্রাফির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে জানা যায়। চলুন তাহলে আমরা জেনে আসি শারীরিক কি স্বাভাবিক অবস্থার পরিবর্তন হলে বুজতে পারি মূত্রনালীতে পাথরের লক্ষণ ।
- পিছনে কিডনীর স্থানে ব্যথা অনুভব হলে
- প্রস্রাবের সমস্যা দেখা দেবে ও জ্বালা যন্ত্রনা বৃদ্ধি পাবে
- তলপেটে ব্যথা ও পিঠে ব্যাথা অনুভব হবে
- রাতে ঘন ঘন প্রস্রাব দেখা দিতে পারে
- প্রস্রাব করার সময় রক্ত ও দেখা দিতে পারে
- বমি বা বমি ভাব দেখা দিতে পারে
আর ও পড়তে পারেনঃ গর্ভবস্থায় শিং মাছ খাওয়ার উপকারিতা
মূত্রনালীর পাথর অপারেশন খরচ বাংলাদেশ
মূত্রনালীর পাথর হয়েছে এমন অবস্থা হলে আপনকে কিছু পরিক্ষার সম্মুখীন হতে হবে । বিশেষজ্ঞদের পরামর্শ মতে সেই পরীক্ষার পর যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার মূত্রনালীর পাথর হয়েছে তখন অপারেশন করতে হবে আপনার বিশেষ চিন্তা হলো অপারেশনের খরচ বাংলাদেশে কত হতে পারে ।
মনে রাখতে হবে এই পরীক্ষা নিরীক্ষার খরচ আলাদা হিসেবে ধরতে হবে । তবে বাংলাদেশে যেই পদ্বতিতে মূত্রনালীর পাথর অপারেশন খরচ বাংলাদেশে পড়ে তা হচ্ছে নূন্যতম ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত । কিন্তু মনে রাখতে হবে রোগীর কন্ডিশন অনুযায়ী খরচ বেশি ও হতে পারে আবার কিছটা কম ও হতে পারে ।
তবে মূত্রনালীর পাথর অপারেশন খরচ বাংলাদেশ এ এই পর্যন্ত উপরোক্ত রেঞ্জের বেশি দেখা যায় না। এই কথা বলা বাহুল্য যে, অনেক সময় খরচ অনেক কিছুর উপর নির্ভর করে থাকে। রুগীর কন্ডিশন এবং পাথরের ধরন এবং একক ডাক্তারের অভিজ্ঞতার উপর তাছাড়াও রয়েছে বিভিন্ন ক্লিনিকের খরচের উপর আপনি কোন ক্লিনিকে এই অপারেশন করছেন সমস্ত কিছুর উপর ।
মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায়
মূত্রনালীর পাথর এখন প্রায় মানুষের মধ্যে দেখা যাচ্ছে । অনেক দিন পর পাথর হওয়ার অবস্থা জানার পর মানুষের মৃত্যুর সংবাদ ও শোনা যাচ্ছে । তবে এই পাথর হওয়ার পর অনেকে ঘাবড়িয়ে যায় ।
পাথরের কন্ডিশন জেনে অপারেশনের জন্যে প্রস্তুত হতে হয়। তবে আপনি জানেন কি এই মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় রয়েছে অনেক রকম। আমরা চেষ্টা করব মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বলার ।
- যেহেতু ক্যালসিয়ামের প্রভাবে আমাদের মূত্রনালীতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু এই ক্যালসিয়ামের প্রভাব ধ্বংস করার জন্যে পাতি লেবুর রস খুবই উপকারী। প্রতিদিন আপনি চাইলে এক গ্লাস জলে পাতি লেবুর রস মিশিয়ে খেতে পারেন ।
- আপেল সিডার ভিনেগার মূত্রনালীর পাথর দূর করতে খুবই উপকারী। এই ভিনেগারে থাকা এসিটিক এসিড পাথর জমতে বাঁধা সৃষ্টি করে। প্রতিদিন আপেল সিডার ভিনেগার ২ বা ৩ চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন ।
- তুলসী পাতার রসের এসিটিক এসিড মূত্রনালীর পাথরকে ভেঙ্গে ফেলতে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন তুলসী পাতার রস খেতে পারেন ।
- প্রচুর পরিমানে পানি পান করুন। প্রাথমিক অবস্থায় ছোট পাথরকে দূরে সরিয়ে দিতে এবং আকার কে ভঙ্গুর করতে পানির ভূমিকা অপরিসীম।
- তরমুজের বীজের চা খেতে পারেন। কারণ তরমুজের বীজ কিডনির বর্জ্য এবং টক্সিক উপাদান দূর করতে খুবই উপকারী একটি বন্ধু। তাই আপনি চাইলে তরমুজের বীজ বেটে এক লিটার সিদ্ধ পানির এক মুটো তরমুজের বীজের গুঁড়া সাথে মিশিয়ে পান করুন।
- আনারের বীজ বা বেদানার বীজ মূত্রনালীর পাথর অপসারণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কাপ আনারের বীজ এবং দুই কাপ জল একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে খেতে পারেন। এতে করে আপনার ইউরিক এসিডের মাত্রা কমিয়ে মূত্রনালীর পাথরকে ভেঙ্গে দিতে খুবই সহায়ক ।
- মুলার রস ও মূত্রনালীর পাথর দূর করতে কার্যকর। আদা কাপ মুলার কুচি নিয়ে পরিমান গরম পানিতে ফেলে দিন। তারপর সেই কুচি চেকে নিয়ে পানি টুকু পান করুন ।
আরও পড়তে পারেনঃ গ্যাস্ট্রিকের ব্যথা কি পিঠে হয়
মূত্রনালীর পাথর হোমিও চিকিৎসা
মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় নিয়ে এই আর্টিকেল হলেও আমরা বিভিন্ন রকম চিকিৎসার কথাও বলার চেষ্টা করেছি। যেমন মূত্রনালীর পাথর অপারেশন খরচ বাংলাদেশ কত হতে পারে। ঠিক তেমন করে এই মূত্রনালীর পাথর হোমিও চিকিৎসা যে রয়েছে সেটা কিন্তু অনেকে জানেনা ।
এই হোমিও চিকিৎসার কালজয়ী বর্ণনা করে গিয়েছিলেন ক্রিষ্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান। এই হোমিও চিকিসার মাধ্যমেও মূত্রনালীর পাথর দূর করা যে সম্ভব সেই সম্পর্কে আমরা কিছু হোমিওপ্যাথিক চিকিৎসার ঔষধ সম্পর্কে জেনে আসি চলুন ।
যা দিয়ে খুবই সহজে মূত্রনালীর পাথর দূর করতে পারবেন। যদিও হোমিও চিকিৎসা অনেকের মতে একটু দেরী হয় কিন্তু তারপর ও এই হোমিও চিকিৎসা পদ্বতির দ্বারা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব এই মূত্রনালীর পাথর।
- লিথিয়াম কার্ব
- ক্যানথারিস
- পেরেরা ব্রেভা
- ইউনাইমিন
- ক্যালকেরিয়া কার্ব
- লাইকোপডিয়াম
- এসিড ফস
- মেন্থা পিপারেটা
- চিনিনাম সালফ
- ওসিমাম কেনাম
- এসিদ অকজালিক
- ডায়োস্করিয়া
- সার্সাপেরিলা
- বার্বেরিস
উপরোক্ত এই সব ঔষধ প্রাথমিক পর্যায়ে দেওয়া যায়। তবে একজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শের মাধ্যমে সুস্থতা পেতে পারেন। আবার এই ঔষধগুলির ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে ঔষধ সেবন থেকে শুরু করে নিয়ম এবং মাত্রা সম্পর্কে বুজিয়ে দিবেন ।
মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় নিয়ে লেখকের শেষ কথা
মূত্রনালীর পাথর এখন স্বাভাবিক হয়ে উঠেছে বিশেষ করে আমাদের আহারের উপর নির্ভর করে। কিন্তু এই মূত্রনালীর পাথর দূর করার ঘরোয়া উপায় গুলি সম্পর্কে বিশেষ দৃষ্টিপাত করলে অবশ্যই বশিরভাগ মূত্রনালীর পাথর জনিত সমস্যা থেকে নির্মূল হতে পারবেন। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিজেকে আনন্দে রাখবেন। ধন্যবাদ ।
আপনার জন্যেঃ তলপেটে বাম পাশে ব্যাথা কিসের লক্ষন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url