১০০০ এবং ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
সূচীপত্রঃ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল । মোবাইল আমাদের নিত্য দিনের সঙ্গী। মোবাইল ছাড়া আমাদের জীবন এখন বন্ধীদশার মত হয়েছে বর্তমানে। সবার হাতে হাতে এখন মোবাইল শোভা পাচ্ছে এন্ড্রয়েড ফোন। যাকে স্মার্ট ফোন বলে থাকে। কিন্তু এই স্মার্ট ফোনের যুগেও মানুষ এখন ছোট খাট ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল খুঁজে থাকে অনেকে।
কারণ যদিও স্মার্ট ফোনের যুগে অনেকে আবার তার বিপরীত অবস্থা খুঁজে থাকে। শুধুমাত্র হাতের একটা কল আসা যাওয়ার মত ছোট বাটন মোবাইল থাকলেই চলবে। আবার অনেকে একটি স্মার্ট ফোনের সাথে একটি ছোটখাট ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল এর কথা চিন্তা করে থাকে। তাই আমরা ও উপরের বিষয় সমূহ চিন্তা করে ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে ধারণা দেওয়ার জন্যে চেষ্টা করবো। সাথেই থাকুন।
বাটন মোবাইল এর দাম
স্মার্ট যুগের এই দিনে এসে এখনো যারা বাটন মোবাইলের খবর নিতে ব্যস্ত, তাদের ক্ষেত্রে একটি কথা একদম স্পষ্ট যে তারা নিশ্চয় কাজে ব্যস্ত বা তারা প্রযুক্তিকে তেমন বেশি ভালোবাসে না অথবা প্রয়োজন ছাড়া আর কিছুকে তেমন গুরুত্বের সাথে দেখে না।
তবে বাটন মোবাইল এর দাম নিয়ে আমরা এই নিবন্ধে কিছু বিশেষ ভাবে আলোচনা করবো। যেমন ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল, ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল এবং ৫০০ টাকায় বাটন মোবাইল সম্পর্কে ও আমরা আলোচনা করার চেষ্টা করবো।
বাটন মোবাইলের বিপরীত কিছু চিন্তা করা আসলেই যায় না। আমরা যতই এন্ড্রয়েড মোবাইলে ব্যস্ত থাকিনা কেন, একটি বাটন মোবাইল আমাদের জন্যে প্রয়োজন। কারণ এই বাটন মোবাইল আপনাকে একটি সুন্দর সম্পর্কে জড়িয়ে রাখবেন খুব সহজে।
শুধু স্পষ্ট কথা বলার জন্যে এবং ব্যাটারি চার্জের জন্যে বাটন মোবাইল কিনে থাকেন। যারা ব্যস্ত বার বার চার্জ দেওয়ার মত সময় নেই তাদের জন্যে এই বাটন মোবাইল খুবই জরুরি এবং প্রয়োজন বলে মনে করি থাকি।
আর দামের কথা আমরা নিচে আলোচনা করবো। তবে এই ধারণা দিয়ে থাকি যে. ১০০০ টাকার মধ্যে এবং যারা আরো একটু সুবিধা ভোগ করতে চাচ্ছেন তাদের জন্যে ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল নিতে পারেন।
কোন মোবাইলটি আপনার জন্যে ভালো হবে সেটি আমরা ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করছি সাথেই থাকুন আশা করি আপনার খুবই উপকার হবে আমরা আশাবাদী আমার প্রিয় পাঠক বন্ধুগণ।
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
বর্তমানে স্মার্ট মোবাইলের যুগে ও বাটন মোবাইলের চাহিদা খুব একটা কম নয়। এখন স্মার্ট মোবাইলের সাথে পাশবর্তী একটি বাটন মোবাইল মানুষ রাখে ভালো চার্জের জন্যে এবং লং লাস্টিং এর জন্যে।
তাছাড়াও বয়স্ক মানুষেরা সহজভাবে ব্যবহার যোগ্য এবং চার্জের জন্যে স্পষ্ট কথা বলার জন্যে ও এই বাটন মোবাইল খুঁজে থাকে। তবে সেটি যদি ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল হয় তাহলে আরো ভালো। কেননা ১০০০ টাকার মধ্যে মোটামুটি মানুষের বাজেট বান্দব হয়ে থাকে।
আমরা নিচে কিছু কোম্পানির ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই কোম্পনির মোবাইল গুলি খুবই বাজেট বান্ধব এবং সহজে ব্যবহার করার জন্যে খুবই উপকারী বাটন মোবাইল।
বর্তমানে স্মার্টফোনের যুগ হলেও অনেকেই বাটন মোবাইলের প্রতি আগ্রহী। বিশেষত, যাদের প্রধান চাহিদা কল করা এবং মেসেজ পাঠানো, তাদের জন্য বাটন মোবাইলই যথেষ্ট। ১০০০ টাকার মধ্যে এমন কিছু ভালো মানের বাটন মোবাইল পাওয়া যায়, যা কার্যকারিতা ও স্থায়িত্বের দিক থেকে দারুণ।
১০০০ টাকার মধ্যে জনপ্রিয় কিছু বাটন মোবাইলের মডেল
আইটেল আইটি২১৬৩ এই মোবালটিও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সময়ের জন্যে। কারণ এই মোবাইলে ভালো সাউন্ড কোয়ালিটি, ফ্ল্যাশলাইট এবং ডুয়াল সিম সুবিধাসহ সহজে ব্যবহারযোগ্য।
মাইক্রোম্যাক্স এক্স৭৩৬ এই মডেলটিও বাটন মোবাইল হিসেবে খুবই পরিচিতি লাভ করেছে। কারণ স্টাইলিশ ডিজাইন এবং প্রয়োজনীয় ফিচার এবং তার সাথে লং লাস্টিং তো রয়েছে।
ওয়ালটন NEXG 70 এই মোবাইলটিও এখন বাজারে খুবই কম দামে অর্থাৎ ১০০০ টাকার ও কম দামে পাওয়া যাচ্ছে । দেশীয় পন্য হিসেবে খুবই নাম হয়েছে ওয়ালটন কোম্পানীর মোবাইলগুলি ।
ভাল চার্জ, লং লাস্টিং এবং স্পস্ট কথা বলার জন্যে বর্তমানে মোবাইলের বাজারে ওয়ালটন খুবই পরিচিত লাভ করেছে। শুধু ওয়ালটন NEXG 70 নয়, সাথে ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল হিসেবে ওয়ালটনের দিকে মানুষ এখন ঝুঁকছে।
আরো কিছু ওয়ালটন বাটন মোবাইলের মডেলগুলি আমরা তুলে ধরছি এইগুলি চাইলে আপনারা কিনতে পারেন। বাংলাদেশী কোম্পানি হিসেবে তারাও মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে মডেল গুলি তৈরী করেছে ।
ওয়ালটন অলিভিয়া এম এল ২৪ ( Walton Olvio ML24 ) মূল্য ৯৪০ টাকা
ওয়ালটন অলিভিয়া আই ২৯ ( Walton Olvio I29 ) মূল্য ৮৫০ টাকা
ওয়ালটন অলিভিয়া এম এল ২০ ( Walton Olvio ML20 ) মূল্য ৯২০ টাকা
ওয়ালটন অলিভিয়া আই ৫৩ ( Walton Olvio I53 ) মূল্য ৮০০ টাকা
ওয়ালটন অলিভিয়া এল ২৮ ( Walton Olvio L28 ) মূল্য ৮৯৯ টাকা
২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে জেনেছেন এবং কিছু মোবাইলের দাম ও আমরা বলেছি। এবার ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে বলার চেষ্টা করছি। কারণ ১০০০ টাকার মধ্যে যে সুবিধা আপনি পাবেন না, সেই সুবিধা নিশ্চয় ২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এটি সত্য কথা।
তবে, বাটন মোবাইলের সুবিধা যে নিশ্চয় রয়েছে সেটা আপনি জানেন বলেই বাটন মোবাইলের খুঁজে এসেছেন। সর্বপ্রথম আগে বাটন মোবাইলেই তৈরি হয়েছে। তাই এই সনাতন পদ্বতির সুবিধা আর বলার কিছু আছে বলে মনে হয় না। আমরা ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে কিছু মোবাইলের ধারণা দেওয়ার চেষ্টা করছি।
Samsung Guru Music 2 (স্যামসাং গুরু মিউজিক 2) এই মোবাইলের কথা আশা করি তেমন বলার নেই। কারণ এই স্যামসাং গুরু মিউজিক 2 এর কথা সবাই জানে এবং বেশি বিক্রিত একটি মোবাইল হচ্ছে এই স্যামসাং বাটন মোবাইল যা ২০০০ টাকার ভিতরে আপনি দারাজ থেকে পেয়ে যাবেন।
বর্তমানে দারাজে এই মোবাইলের দাম হচ্ছে ১৯৯৯ টাকা।
4 SIM BD70 + 2.8 ইঞ্চির এই বড় ডিসপ্লে মোবাইলটিতে পাচ্ছেনব শক্তিশালী নেটওয়ার্ক। তার সাথে ফিচার বোতাম মোবাইল। এই মোবাইলটিতে ১৮০০ এম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন। যা আপনি ১৮৫০ টাকা দিয়ে দারাজ কোম্পানি থেকে সহজে কিনে নিতে পারবেন।
Symphony S70 এই মোবাইলটি খুবই পরিচিত এবং সিম্পনি কোম্পানির কাছে এই মোবাইলটি বহুল বিক্রিত মোবাইল। এই মোবাইলের ডিজাইন এবং সুন্দর্যের জন্যে, ব্যাটারির চার্জের জন্যে সাথে দুটি ক্যামেরা জুড়ে দিয়েছেন বলে এটি খুবই পরিচিতি লাভ করেছেন। এই মোবাইলটিও দারাজের কাছে ১৯৭৫ টাকা দিয়ে সহজে পেয়ে যাচ্ছেন।
Vmax V17 Phone এই মোবাইলটিও দেখতে একদম নোকিয়ার মত মানুষের কাছে পছন্দের হয়ে উঠেছে। ভিম্যাক্স এর এই মোবাইলটিও ডুয়েল সিমের হলেও ছোটখাট আপনি সহজে ব্যবহার করতে পারবেন যা দারাজে ১৩৫০ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন।
নকিয়া ১০৫ খুবই পরিচিত ব্র্যান্ড। নকিয়া মোবাইলের লং লাস্টিং এবং চার্জের জন্যে বিশ্ববিখ্যাত। নকিয়া সম্পর্কে সবার জানা সহজ ইন্টারফেস এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য বিখ্যাত। এটি আপনি ব্যবহার করে খুব ভাল লাগবে তবে নকিয়া যেহেতু দামে ৩১০০ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন।
৫০০ টাকায় বাটন মোবাইল
এখনো যারা ৫০০ টাকার ভিতরে মোবাইলের খুঁজে করছেন, আমি মনে করি তারা মোবাইলের মূল্যবোধ সম্পর্কে জানে না। কারণ একটি মোবাইলের যে পার্টস গুলি থাকে তা এখন আর ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় না।
যেখানে দ্রব্যমূল্যের উর্ধগতি এমন জায়গায় ঠেকেছে যে, ১০০০ টাকা বাজারে নিয়ে গেলে আপনি একদিনের বাজার করে ঘরে আসতে আসতে হাজার টাকার নোট শেষ হয়ে যাবে।
সেখানে ৫০০ টাকার মধ্যে নতুন মোবাইল কিনতে চাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। তবে হ্যা কিছু বছর আগেও আপনি এই চিন্তা করতে পেরেছেন তবে এখন আর সেই দিন নেই। তবে পাওয়া যাবে না সেই কথা বলা আসলে ঠিক হবে না।
কারণ সেকেন্ড হ্যান্ড ৫০০ টাকায় বাটন মোবাইল অবশ্যই পাওয়া যাবে। সেটি আপনার নিকটস্থ কোন দোকানে বা মোবাইলের ম্যাকনিকের কাছে গিয়ে খুঁজে করলেই অবশ্যই পাওয়া যাবে। তবে আমাদের কাছে ৫০০ টাকায় বাটন মোবাইলের খুঁজ আমাদের কাছে নেই।
তবে আপনাদের বাজেট যদি ৫০০ টাকার উপরে হয়ে থাকে তাহলে আমাদের "১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল" এই হেডিং এর তথ্য গুলি আপনি পড়তে পারেন।
সেখানে আমরা অনেকগুলি মডেল এবং কোম্পানির নিয়ে আলোচনা করেছি, যা আপনার জন্যে একটি তথ্য বহুল আলোচনা এবং সুবিধামত মত মোবাইল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল নিয়ে আমাদের শেষ বার্তা
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল নিয়ে অনেকক্ষন কথা বলার চেষ্টা করেছি। সাথে ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল নিয়ে ও আমরা ধারণা দিয়েছি কোনটি আপনার জন্যে ভালো হবে এবং মানুষেরা বেশি ব্যবহার করছেন কোন সুবিধার কারণে। যতদিন মোবাইলের ব্যবহার রয়েছে ততদিন বাটন মোবাইলের চাহিদা কখনো কমে যাবে না বলে আমাদের বিশ্বাস। তাই বাটন মোবাইল ব্যবহার করুন এবং আপনার মস্তিস্ক কে স্বাভাবিক রাখুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url