আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে যত অজানা তথ্য
সূচীপত্রঃআমাদের বাংলাদেশের মানুষের আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে জানার আগ্রহ কখনো কমে না । তার কারন হচ্ছে এই দেশের ছেলে মেয়েদের সপ্ন হচ্ছে আমেরিকা পাড়ি দেওয়া । সেটা হোক টুরিস্ট ভিসায়, হোক উচ্চ শিক্ষার জন্যে অথবা হোক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ।
সপ্নের দেশ আমেরিকা যেখানে সভ্যতা, অর্থনৈতিক উন্নতি এমনকি উন্নত জীবন যাপনের নিমিত্তে ও অনেকে ছুটে যাওয়ার চেষ্টায় ব্যস্ত আমেরিকা ভিসা প্রসেসিং নিয়ে । তবে আজকে আমরা বিশেষ করে আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে কথা বলার চেষ্টা করবো বিশেষ করে যারা নতুন, আমেরিকা যাওয়ার জন্যে উচ্চ আখাংকা নিয়ে বসে আছেন ।
আরো থাকছে কিভাবে টুরিস্ট ভিসার আবেদন করতে হয়, টুরিস্ট ভিসা খরচ ২০২৫, আমেরিকা টুরিস্ট ভিসার জন্যে ইন্টারভিউ এবং আমেরিকায় টুরিস্ট ভিসায় কাজের সুযোগ । তাই সাথেই থাকবেন আশা করি মনের আশা পূরণ করার একধাপ এগিয়ে যাবেন ।
আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন
আমেরিকা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের অনেক দরিদ্র কিংবা মধ্যম আয়ের দেশের জন্যে একটি সপ্নের দেশ । কারন এই দেশ গুলিতে অনেক সুবিধা এবং জীবন যাত্রার মান অনেক উন্নত ।
যার কারনে মানুষের মধ্যে একটি লালায়িত সপ্ন সর্বদা বিরাজ করে যে, আমেরিকায় পাড়ি জমানোর জন্যে। আরও অনেক বছর আগে থেকেই আমেরিকা অনেকে পাড়ি জমিয়েছেন এবং তারা গতানূগতিক ভাবে খুবই আরাম আয়েশে এবং সুস্থ জীবন যাপন করছেন ।
জীবনের উদ্যেশ্য সফল করার লক্ষ্যে আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং সম্পর্কে জানার জন্যে যারা এই নিবন্ধে এসেছেন তাদের জন্যে আমরা এখন বলার চেষ্টা করবো আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে ।
আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন করার জন্যে আমেরিকার ভিসা নীতি অনুসারে DS-160 ভিসা পুরন করতে হবে যা আপনি Department of State (gov) এই ঠিকানায় গেলে পেয়ে যাবেন । যাকে (B-2 or B1/B2 visa) ও বলে থাকে ।
এরপর এই সাইটে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্রগুলি নিয়ে পুরন করতে হবে, অবশ্যই অনলাইনে পুরন করতে হবে এবং আবেদন করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে । এরপর আপনাকে ফি জমা দেওয়ার পর সাক্ষাতকারের জন্যে একটি সময় নির্ধারন করতে হবে ।
এরপর সাক্ষাতের সময় অবশ্যই ভ্রমনের উদ্যেশ্য সম্পর্কে জানতে হবে । কারন ভ্রমনে উদ্যেশ্য এবং কারন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ।
আরও পড়ুনঃ কানাডা ফ্যামিলি ভিসা ফি ফ্রম বাংলাদেশ
আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন করতে যা যা দরকার
আমেরিকা টুরিস্ট ভিসা নিয়ে অনেকের মধ্যে জানার ইচ্ছে থাকলেও অনেকে আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং করতে কি কি দরকার হয় বা আবেদন করার প্রয়োজনীয় কাগজগপত্র কি দরকার হয় সেটা অনেকের কাছে অজানা । আমেরিকা ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে যে কাগজপত্র দরকার হয় তার সম্পর্কে নিচে দেওয়া হল ।
- বৈধ পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ যেন টুরিস্ট ভিসা শেষ হওয়ার পর অন্তত ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকে ।
- DS-160 আবেদন করেছেন তা নিশ্চিত হয়েছেন তার একটি কপি
- আর্থিক সচ্ছলতার দলিল বা ব্যাংক স্টেটম্যান্ট
- ভিসা আবেদন করেছেন এবং ফি জমা দেওয়ার রশিদ
- ভ্রমন করার জন্যে কোথায় যাবেন বা কোথায় থাকবেন যদি কোন রিলেটিভ থাকে তার নাগরিকত্বের প্রমান বা ঠিকানা ।
আমেরিকা টুরিস্ট ভিসা খরচ ২০২৫
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং করলেই শুধু হয়ে যায় না । টুরিস্ট ভিসা করতে গেলে খরচের কিছু ব্যাপার রয়েছে তা অনেকের কাছে জানা থাকলেও বর্তমানে কত খরচ হতে পারে তা অনেকের কাছেই অজানা । তাই আজকে অজানা সম্পর্কে বলার চেষ্টা করবো যাতে মনের সন্দেহ দূর হয়ে যায় ।
আমেরিকা টুরিস্ট ভিসা খরচ নিয়ে বিশেষ করে বর্তমানে ২০২৫ সাল কত খরচ হতে পারে তা নিয়ে একটা ধারনা দেওয়ার চেষ্টা করছি । আমেরিকা টুরিস্ট ভিসা খরচ হিসেবে $১৮০ থেকে $১৯০ ডলার পর্যন্ত খরচ হতে পারে যা বাংলাদেশি টাকায় বর্তমানে ২১৮৮৬ টাকা থেকে ২৩১০২ টাকা পর্যন্ত খরচ হতে পারে ।
এর বাইরেও আরো নানা রকম খরচ হতে পারে । এইটা শুধু আমেরিকা টুরিস্ট ভিসা ফি নিয়ে কথা বলার চেষ্টা করেছি, যা আমেরিকার টুরিস্ট ভিসার নীতিমালার মধ্যে রয়েছে । এছাড়াও যেমন টিকেট, ভ্রমন এবং হোটেল ভাড়া এইগুলি সব হচ্ছে আমেরিকার সরকারের নির্ধারিত ফির বাইরে । যেটা আপনার উপর নির্ভর করবে ।
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু জানার রয়েছে । সপ্নের দেশ আমেরিকা যা প্রত্যেক স্টুডেন্ট, শিক্ষিত, অশিক্ষিত এবং ব্যবসায়ী মানুষের মধ্যে রয়েছে নিজেকে সেটেল করার ইচ্ছা । কিন্তু মার্কিন ভিসা প্রসেসিং সম্পর্কে অনেকের কাছে রয়ে গেছে অজানা ।
তবে এটি বলতে পারি যে, আমেরিকা টুরিস্ট ভিসা যাকে B1 এবং B2 ভিসায় ভাগ করেছেন । একটি হচ্ছে টুরিস্ট ভিসা এবং আরেকটি হচ্চে ব্যবসায়িক ভিসা । এই দুই ভিসা প্রসেসিং করতে তেমন কোন সমস্যা নেই । শুধু কিছু ধাপ পার করলেই আপনি খুব সহজেই মার্কিন টুরিস্ট ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারবেন ।
- বৈধ পাসপোর্ট
- জাতীয় নাগরিকত্ব বা পরিচয়পত্র কাগজ বা স্মার্ট কার্ড
- ছবি
- ব্যাংক স্টেটম্যান্ট
- ছুটির অনুমতি পত্র বা ব্যবসায়িক কাগজপত্র
- প্রসেসিং করার জন্যে ফি
উপরোক্ত কাগজপত্র গুলি সাথে নিয়ে আপনি আমেরিকার ভিসার সরকারি অফিসিয়াল সাইটে প্রবেশ করে টুরিস্ট ভিসা প্রসেসিং করতে পারেন । যদি প্রসেসিং হয়ে যায় তাহলে আপনাকে ইন্টারভিউর জন্যে ডাকবেন এবং আপনার সমস্ত তথ্য উপাত্ত এবং কোন অসন্তোষ জনক কার্যকলাপ যদি তারা না পাওয়া যায় তাহলে সহজে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে ।
আমেরিকা টুরিস্ট ভিসা ইন্টারভিউ
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং এর পর সব কিছু ঠিক থাকলে ইন্টারভিউর ব্যাপার টা চলে আসে । এই ক্ষেত্রে অনেকের মধ্যে একটি ভয় কাজ করে । কারন আমরা বাঙ্গালী আমাদের মধ্যে আমেরিকার বিষয় সব জানা নাও থাকতে পারে ।
তবে টুরিস্ট ভিসার জন্যে ইন্টারভিউর জন্যে ডাক পড়লে ঘাবড়াবার কিছুই নেই । আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করার মত কিছু বিষয় আলোচনা করছি লিষ্ট আকারে । আশা করি আপনার মনের সন্দেহ দূর হয়ে যাবে ।
- ইন্টারভিউর জন্যে প্রথমে নিজেকে প্রস্তুত করুন এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র গুলি রাখুন যেমন আবেদন ফরম এর নিশ্চিত কপি, আবেদন ফির রশিদ, পাসপোর্ট, ব্যাংক স্টেটম্যান্ট এবং টিকেট ।
- আপনার ভ্রমনের উদ্যেশ্য কি তা প্রশ্ন করলে নিশ্চিত করুন, যেমন ভ্রমনের জন্যে যাচ্ছেন নাকি অন্য কোন আগ্রহ তা ভালো করে বুজিয়ে বলুন ।
- আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার কি পরিচয় রয়েছে তা নিশ্চিত করুন ।
- আপনার চাকরি নাকি ব্যবসা এই নিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জরুরিভাবে প্রেজেন্টেশন করুন । ব্যবসা হলে ব্যবসার কাগজপত্র আর যদি চাকরি করে থাকেন তাহলে ছুটির অনুমতি পত্র ।
- ভ্রমনের জন্যে কেন যাবেন, কি কারনে যাবেন এই সব প্রশ্ন করতে পারে, যদি করে থাকে তাহলে সঠিকভাবে নির্ভয়ে তা উত্তর দিন ।
- পূর্বে যদি আপনার আমেরিকা ভিসার আবেদন করে থাকেন তা যদি প্রত্যাক্ষান হয়ে থাকে তা কেন হল ভালো করে বুজিয়ে বলুন ।
- আমেরিকা গেলে কোথায় থাকবেন কার কাছে থাকবেন তার প্রমান দিন । সাথে যদি কোন রিলেটিভ থাকে তাহলে তাদের বাসার ঠিকানা এবং পরিচয় দিন ।
- স্বাভাবিক থাকুন এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন ।
আমেরিকায় টুরিস্ট ভিসায় কাজের সুযোগ
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং বিষয়ে যারা জানতে এসেছেন তাদের মনের মধ্যে আমেরিকা টুরিস্ট ভিসায় কাজের সুযোগ সম্পর্কে দেখে মনে হয়ত সম্ভাবনার একটি ভাবনা চলে এসেছে । যদি বলি আমেরিকার ভিসার গুলির কিছু ধরন রয়েছে যেমন B1 এবং B2 এই ভিসাগুলি টুরিস্ট এবং ব্যবসার জন্যে নির্ধারন করা হয়ে থাকে ।
এই ভিসাগুলি আবেদন করে আমেরিকা গেলে আপনার কোন কাজ করার সুযোগ নেই । তবে আমরা সাধারনত মিডেলিস্টে যেমন দুবাই, সৌদি আরব, ওমান এবং কাতার এই দেশগুলিতে টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে কাজ করার সুযোগ পাই বা কাজের ভিসার জন্যে আবেদন করে থাকি। সেক্ষত্রে আমেরিকায় টুরিস্ট ভিসায় গিয়ে কাজের সুযোগের কথা অনেকের মনের মধ্যে গুপ্তভাবে রয়েছে গেছে ।
হ্যা তবে ২০২৩ সালে ইউএসসিআইএস জানিয়েছেন যে, যদি কোন ব্যাক্তি টুরিস্ট ভিসায় আবেদনকারী, আমেরিকা এসে কাজ করার জন্যে আবেদন করে তাহলে কাজ করার আগে তাকে টুরিস্ট ভিসার ধরন পরিবর্তন করতে হবে এবং তিনি কাজ করতে পারবেন ।
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং সম্পর্কে শেষ কথা
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে শেষ কথা বলতে হলে বলতে হয় যে, মার্কিন টুরিস্ট ভিসা প্রসেসিং তেমন কোন জটিল নয় । চাইলে সহজ ভাবে এবং সাহসিকতার সাথে আবেদন করুন এবং উপরের স্টেপ গুলি মেনে চলুন । তাহলে অবশ্যই মার্কিন টুরিস্ট ভিসা হয়ে যাবে এবং সহজে আমেরিকা ভ্রমন করতে পারবেন বলে আমারা আশাবাদী । এইরকম আর কোন দেশে যাওয়ার ইচ্ছে রয়েছে বা চেষ্টা করছেন ইমেলেইর মাধ্যমে আমাদেরকে জানান । আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্যে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url