রক্তে ইনফেকশন হওয়ার কারন লক্ষণ ও ইনফেকশন হলে করনীয়


রক্তে ইনফেকশন হলে করনীয়



সূচীপত্রঃরক্ত মানুষের শরীরকে সর্বদা সচল রাখে। এইক্ষেত্রে রক্তে ইনফেকশন হলে করনীয় কি এই বিষয় নিয়ে অনেকের মনে গভীর জিজ্ঞাসা থাকে । কারন রক্ত চলাচলের মাধ্যমে মানব শরীর মজবুত এবং টেকসই থাকে । এই রক্তের যদি কোন হেরফের হয় বা রক্তে ইনফেকশন হয় তাহলে বাঁধে বিপত্তি । 

তাই আজকের এই আর্টিকেলের মূল কথা হচ্ছে রক্তে ইনফেকশন হলে করনীয় কি ? তারসাথে থাকছে রক্তে ইনফেকশন কি কারনে হয়, লক্ষণ,কি রোগ হয়, চিকিৎসা, রক্তে ইনফেকশন রোধে প্রাকৃতিক উপায়,কি খাবার খেতে হয় ।

এছাড়াও থাকছে রক্তে ইনফেকশন হলে ব্যায়ামের মাধ্যমে দূর করবেন যেভাবে, বাচ্চাদের রক্তে ইনফেকশন হলে করনীয়, রক্তে ইনফেকশন হলে কি ক্যান্সার হয় । সম্পুর্ন কথা থাকছে রক্তের ইনফেশন নিয়ে । তাই অজানাকে জানার জন্যে সাথেই থাকুন।

রক্তে ইনফেকশন কি কারনে হয়


রক্তে ইনফেকশন একটি জটিল সমস্যা । যাকে ডাক্তারি ভাষায় সেপসিস বলে আখ্যায়িত করে থাকে । রক্তে ইনফেকশন কি কারনে হয় অনেকের মাঝে এটি অজানা রয়েছে গেছে অনেক বছর ধরে । তবে রক্তে ইনফেশন হলে করনীয় কি এই বিষয়ে জানার পুর্বে জানা প্রয়োজন হচ্ছে রক্তে ইনফেশন কি কারনে হয় ।


রক্তে ইনফেশন নানা কারনে হয়ে থাকে । ব্যকটেরিয়া, ভাইরাস জনিত আক্রমনে, ফাঙ্গাল  ইনফেশনে, ছত্রাক জনিত রোগে   খাবারের মাধ্যমে, অসতর্ক অস্ত্রোপাচারের মাধ্যমে এবং শরীরের ইমিউন সিস্টেম দুর্বলতার কারনেও হয়ে থাকে । 


রক্তে ইনফেকশনের মধ্যে ত্বকে সংক্রমন হলে, মুত্রনালীর সংক্রমন হলে এবং শ্বাস প্রশ্বাসের গুরুতর সমস্যার কারনে শরীরে ব্যকটেরিয়া রক্তে প্রবেশ করে এবং রক্তে নানা ধরনের ইনফেশন হয়ে থাকে । 


ভাইরাস জনিত রোগে ও রক্তে ইনফেকশনের সমস্যা হয়ে হতাকে যেমন, ইনফ্লুয়েঞ্জা, এইচ আই ভি এবং কোভিড-১৯ এর মত রোগে আক্রান্ত হলে ভাইরাল জনিত কারনে রক্তে ইনফেকশনের কারন হয়ে দাঁড়ায় । 

রক্তে ইনফেকশন হওয়ার লক্ষণ


রক্তে ইনফেকশন হলে করনীয় সম্পর্কে জানার পুর্বে রক্তে ইনফেকশনের লক্ষণ গুলি জানা দরকার বা জানার প্রয়োজন । এতে করে রক্তে ইনফেকশন হলে সহজে বুঝা যায় । তা নাহলে অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হয় । 


এইক্ষেত্রে রক্তে ইনফেকশন হলে অনেককিছু বিষয় লক্ষ্য করা যায় । সাধারনত কিছু বিষয় যা আমরা সহজে দেখি কিন্তু বুজতে কষ্ট হয় যে এটি রক্তের ইনফেকশন । তাই আমরা রক্তের ইনফেশন সমূহ নিচে লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করলাম ।


আরও পড়তে পারেনঃ হার্টবিট বেড়ে গেলে করনীয় গুলি জেনে নিন

  • জ্বর হওয়া রক্তের ইনফেকশনের একটি কারন হতে পারে । জ্বর হচ্ছে একটি উপসর্গ যা প্রত্যেক শারীরিক সমস্যার পুর্বে দেখা যায়, এক্ষেত্রে রক্তে ইনফেকশন হলে ঘন ঘন জ্বর হতে দেখা যায় ।

  • শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও রক্তে ইনফেকশনের লক্ষণ

  • রক্তচাপ কমে যাওয়া বা নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেয় 

  • শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাস কষ্ট দেখা দেওয়া

  • সর্ববস্থায় দুর্বলতা অনুভব হওয়া 

  • হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মত প্রবনতা বৃদ্ধি পাই

  • প্রস্রাবের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া 

  • শরীরের ত্বক বিবর্ন হয়ে যাওয়া

  • ঘাম দেওয়া

  • বমি বমি ভাব হওয়া 

  • মানসিক বিভ্রান্তি দেখা দেওয়া 

রক্তে ইনফেকশন হলে করনীয়


রক্তে ইনফেশনের লক্ষণ গুলি জানলেও বাকি থাকে করনীয় । রক্তে ইনফেকশন হলে করনীয় কি এই বিষয়ে জানার আগ্রহ অনেকের মধ্যে বেশি দেখা যায়। নানা কারনে আমাদের শরীরের রক্তে ইনফেশনের সমস্যা হয়ে যায়, রক্তে ইনফেকশন হলে কি কি করনীয় রয়েছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি ।


  • রক্তে ইনফেকশন হলে ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি 

  • যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেলে ভর্তি হোন

  • এন্টিবায়োটিক ওষুধ বা ইঞ্জেকশন পুশ করার দরকার হলে জরুরিভাবে তা গ্রহন করুন  

  • পর্যাপ্ত বিশ্রাম নিন

  • ভিটামিন ও সুষম খাবার গ্রহন করুন

  • যতাসম্ভব পরিস্কার পরিচ্ছনতা বজায় রাখুন

  • বেশিপরিমান পানি ও তরল জাতীয় পানীয় খান 


এছাড়াও রক্তে ইনফেকশন হলে করনীয় হিসেবে ঘরোয়াভাবে ও অনেক উপায় রয়েছে । আমরা সেই বিষয়ে পরের নিবন্ধে বলার চেষ্টা করবো । সাথেই থাকবেন, রক্তের সমস্যা নিয়ে অনেকে ভুগে থাকেন । তাই সে বিষয়ে সে স্ববিস্তারে ধারনা দেওয়ার চেষ্টায় থাকবো । 

রক্তে ইনফেকশন হলে চিকিৎসা


রক্তে ইনফেকশন হলে করনীয়ের মধ্যে চিকিৎসা পদ্ধতি কিভাবে করে থাকেন অনেকে সেই বিষয়ে জানেনা । এই ক্ষত্রে রুগিকে হসপিটালাইস করতে হবে এবং বিশেষজ্ঞরা ইঞ্জেকশনের মাধ্যমে রক্তে তরল পদার্থ প্রবেশ করাবেন যাতে করে রক্তে ইনফেকশন ব্যাক্তির রক্তচাপ সঠিকভাবে বজায় রাখার জন্যে । 


আবার শরীরের অঙ্গের স্বাভাবিকতা বজায় রাখার জন্যে আরও অন্য ঔষধ দেওয়ার প্রয়োজন হতে পারে । যেন শরীরের অন্য কোন জটিলতা সৃষ্টি না হয় । আবার অনেকের মধ্যে হার্টের সমস্যা সমাধানের জন্যে অক্সিজেন দিয়ে থাকেন । 


রক্তে ইনফেকশন হলে চিকিৎসার ক্ষেত্রে অন্তর্নিহিত সংক্রমনকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে এন্টিবায়োটিক ব্যবহার করার দরকার হয় । তবে রক্তে ইনফেকশন রুগিকে নিভিড় পরিচর্যার মধ্যে রাখতে হয় । এই সব কিছুর মধ্যে এন্টিবায়োটিক ঔষধ দেওয়ার পর কোন উপসর্গ দেখা দেয় কিনা সেই বিষয়ে ও খুব যত্ন নিতে হয় ।  

রক্তে ইনফেকশন রোধে প্রাকৃতিক উপায়

রক্তে ইনফেশন রোধে নানা রকম প্রাকৃতিক উপায় রয়েছে অনেক । রক্তে ইনফেকশন হলে করনীয়গুলির মধ্যে প্রাকৃতিক উপায় হচ্ছে অত্যান্ত কার্যকরী একটি মাধ্যম । তাই আমরা প্রাকৃতিক উপায়ে রক্তে ইনফেকশন রোধ করার সম্পর্কে বলার চেষ্টা করবো ।
প্রাকৃতিকভাবে আমরা বিভিন রকম ঔষধি গুন সম্পন্ন উপাদান পেয়ে থাকি হাতের নাগালেই, যা আমাদের নিত্যদিনের সঙ্গী । যেমন আদা, কাঁচা হলুদ, নিম পাতা, মধু, হলুদ, আমলকি, টমেটো এবং রসুন । এই সবগুলি উপাদান রক্তের ইনফেকশন সমাধানে অধিক পরিমানে কার্যকরী ।
 হলুদ রক্তের ইনফেকশন রোধে নিয়মিত গরম দুধের সাথে মিশিয়ে হলুদ দিয়ে খেলে হলুদের কারবুমিন রক্তের প্রদাহ কমায় ।
 
মধু প্রতিদিন এক চা চামচ, গরম পানির সাথে খেতে পারেন কারন এতে প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল গুন রয়েছে যা রক্তের ইনফেকশন কমাতে অধিক গুনে সহায়ক ।
সবুজ চা এক কাপ প্রতিদিন পান করুন কারন সবুজ চা আপনার শরীরের টক্সিন রোধ করবে ।
আদা হচ্ছে প্রাকৃতিক গুন সম্পন্ন উপাদান যা প্রতিদিন চায়ের সাথে খেলে বা বেটে রস খেলে রক্তের ব্যকটেরিয়া দূর করতে খুবই সহযোগী ।
আমলকি খাওয়ার অভ্যাস করুন কারন এটি রক্ত পরিস্কার করতে খুবই জরুরি একটি ছোট ফল ।
লেবুর রস সকাল বেলা চায়ের সাথে খাওয়ার অভ্যাস করুন, কারন লেবুতে এন্টিওক্সিডেন্ট থাকার কারনে রক্তের ইনফেকশন প্রতিরোধ করে ।

রক্তে ইনফেকশন হলে কি খাবার খেতে হয়


রক্তে ইনফেকশন হলে কিছু খাবার আপনার জন্যে খুবই উপকারী এবং রক্তের ইনফেকশন দূর করে প্রয়জনীয় ঘাটতি পূরন করে থাকে । কারন রক্তে ইনফেকশন হলে করনীয়ের মধ্যে এই খাবার গুলি একটি মাধ্যম। তার মধ্যে রয়েছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ভিটামিন ই, সি, প্রোবায়োটিক খাবার, বিটা-ক্যারোটিন,এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং  আয়রন যুক্ত খাবার।  


ভিটামিন ই যুক্ত খাবারে 

এন্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর । যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশে রক্তের ঘাটটি পুরত করতে খুবই সহায়ক । যেমন সবুজ শাকসবজি, বাদাম , উদ্ভিজ তেল, বীজ ও ফল ।


ভিটামিন ডি যুক্ত খাবার 

রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভুমিকা রাখে যা, রক্তে ইনফেকশনের সমস্যা থেকে অধিক গুনে মুক্তি দেয় । যেমন কমলার রস, ফ্যাটি মাছ, দুগ্ধজাত দ্রব্য, মাশরুম, ও ডিমের কুসুম ।


ভিটামিন সি যুক্ত খাবার 

রক্তে ইনফেশন হলে খুবই উত্তম রুপে কাজ করে কারন, এতে রোধ প্রতিরোধ ক্ষমতা রয়েছে প্রচুর । খাবার গুলি হল যেমন, ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু, কমলা লেবু, পেয়ারা, আমলকি, আনারস, স্ট্রবেরি, কাঁচা পেঁপে, ব্রকলি, পালং শাক, টমেটো, ফুলকপি, মিষ্টি আলু ।

  

প্রোবায়োটিক খাবার 

কিসমিস, আচার, দই ও মাঠা এই সব প্রোবায়োটিক খাবার গুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই শক্তিশালী ভুমিকা রাখে ।


এন্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার 

শরীরের ক্ষতিকারক টক্সিন দূর করতে খুবই উপকারী যেমন হলুদ, সবুজ চা, স্ট্রবেরি, ব্লুবেরি ও বিট ।

 

বিটা-ক্যারোটিন সমৃদ্ধ

খাবার গুলি খাওয়াতে পারে যা রক্ত ইনফেকশনের বিরুদ্ধে যতেষ্ট ভুমিকা রাখে যেমন, পালং শাক, গাজর, শাকসবজি, কুমড়ো ও মিষ্টি আলু ।

 

আয়রন যুক্ত খাবার  

রক্তে ইনফেকশনের হওয়ার জন্যে আয়রন খুবই দায়ী তাই আয়রনের মাত্রা বৃদ্ধির জন্যে খাবার গুলি খাওয়া জরুরি ।যেমন সামুদ্রিক মাছ, শিং মাছ ও টেংরা মাছ, চিনা বাদাম, টমেটো ও ডিম ।

রক্তে ইনফেকশন হলে ব্যায়ামের মাধ্যমে দূর করবেন যেভাবে

রক্তে ইনফেকশন হলে মানুষের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাই । তবে রক্তে ইনফেকশন হলে করনীয় হিসেবে ব্যায়াম আপনার শরীরের যতেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে । তবে এই কথা বলা বাহুল্য যে, রক্তে ইনফেকশন হলে ব্যায়াম সরাসরি তেমন কোন সংক্রমন দূর করতে পারে না ।
তবে এইক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । তাই হাঁটা, ব্যায়াম, সাইকেল চালানো এবং সাঁতার এইগুলি আপনার শরীরের রক্তে ইনফেকশনের হওয়ার বিরুদ্ধে লড়াই করে থাকে । তাছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন করতে খুবই সহায়ক ।

বাচ্চাদের রক্তে ইনফেকশন হলে করনীয়


রক্তে ইনফেকশন শুধু বড়দের বা প্রাপ্ত বয়স্কদের হয়না বাচ্চাদের রক্তে ইনফেকশন হয়ে থাকে । এইক্ষত্রে বাচ্চাদের রক্তে ইনফেকশন হলে করনীয় কি ? বাচ্চাদের রক্তে ইনফেকশন হয়েছে বলে মনে হলে বা যদি বুজতে পারেন যে রক্তের ইনফেকশন বা সেপসিস হয়েছে তাহলে দ্রুত হসপিটালাইস করুন এবং পারলে নিবিড় পরিচর্যায় বা ICU রাখতে পারেন । 
আর যদি বাসায় থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিন অবশ্যই বয়স অনুযায়ী । তারপর ও কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার যে, বাচ্চাকে যতেষ্ট পরিমানে পানি পান করান এবং যদি শরীর ঠান্ডা হয়ে যায় তাহলে গরম কাপড় দিয়ে হলেও গরম রাখার চেষ্টা করুন । 

রক্তে ইনফেকশন হলে করনীয় নিয়ে কিছু সাধারন প্রশ্ন (FAQ)


রক্তে ইনফেকশন হলে কি মানুষ মারা যায় ?

এককথায় বলতে গেলে হ্যা মানুষ মারা যায় রক্তে ইনফেকশন হলে। তবে এইক্ষত্রে যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে বিকলাঙ্গ এমনকি মারাও যেতে পারে ।

 

রক্তে ইনফেকশন হলে কি রোগ হয় ? 

রক্তে ইনফেকশন হলে সেপসিস নামক রোগ হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙ্গে গেলে হয়ে থাকে ।

 

রক্তে ইনফেকশন হলে কি ক্যান্সার হয় ?

সাধারনত রক্তে ইনফেকশন হলে ক্যান্সার হয় না, তবে ক্যান্সার রোগীর মধ্যে রক্তে ইনফেকশন হলে খুবই জটিল রোগ ধারন করে । 

রক্তে ইনফেকশন হলে করনীয় নিয়ে শেষ বার্তা 


রক্তে ইনফেকশন হলে জটিল এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় । এইক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া রক্তে ইনফেকশন হলে করনীয়ের মধ্যে আবশ্যকীয় । রক্তে ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা পেতে হলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমন করে এমন বিষয় বা জায়গা থেকে বিরত থাকুন । পরিশেষে বলব রক্তে ইনফেকশন হলে করনীয় সম্পর্কে আরও কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট অথবা ইমেইল করে জানাতে পারেন ।  আপনাদের ইচ্ছা আমরা অবশ্যই রক্ষা করার চেষ্টা করবো ।  


সেপসিস সম্পর্কে জানুন


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪