বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য ও বিবাহিত জীবন

বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য


সূচীপত্রঃদ্বাদশ রাশির মধ্যে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি । আজকে তাই  বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে থাকছে আলোচনা । এস্ট্রোলজাররা বা জ্যোতির্বিদ্যা গভেষকরা মনে করেন যে, প্রত্যেকটা মানুষের জীবনচক্র সমস্থ মহাকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর নির্ভরকরে পরিচালিত হয় । 

সেইপ্রকার আজকেইও আমরা বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে থাকছে বিশদ আলোচনা এবং গভীর বিশ্লেষণ । যেমন বৃশ্চিক রাশির মেয়েদের বিবাহিত জীবন ,বৃশ্চিক রাশির মেয়েদের শারীরিক গঠন ।

এরসাথে থাকছে বৃশ্চিক রাশির মেয়েদের ভাগ্য কেমন হয় ,বৃশ্চিক রাশির মেয়েদের চরিত্র কেমন হয ,বৃশ্চিক রাশির মেয়েদের প্রেম ,বৃশ্চিক রাশির মেয়েদের ভবিষ্যত ,বৃশ্চিক রাশির মেয়েদের রত্নপাথর এবং বৃশ্চিক রাশির মেয়েদের বছরের শুভ দিন ও সময় । তাই সাথে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন । 

 বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য


বৃশ্চিক রাশি হচ্ছে জ্যোতির্বিদ্যার রাশি চক্রগুলির মধ্যে অষ্টম রাশি । এই রাশির জাতক জাতিকাদের মধ্যে নানা রকম ভালো মন্দ গুন এবং দোষ পরিলক্ষিত হয় । এতকিছুর মধ্যে আমরা বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারন, অনলাইনে অনেকে জানার ইচ্ছে প্রকাশ করেছে । 

বৃশ্চিক রাশির মেয়েরা সাধারন ধৈর্য্যবান দৃঢ়প্রতিজ্ঞ এবং গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন । দায়িত্ববান ও বটে তাই, সাহসের সাথে দায়িত্ব গ্রহন করে । খুব সৎ সাহস এই জাতিকার মধ্যে দেখা যায় । সততার সাথে প্রতিটি কাজ করার ক্ষমতা রাখেন । 

প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে এদের মধ্যে খুবই আন্তরিকতা দেখা যায় । তবে নিজের ভুল করার কারনে কিছু সময় বিপদের সম্মুখীন হতেও দেখা যায় । বৃশ্চিক রাশির মেয়েদের মধ্যে সঙ্গীত, লেখালেখির মধ্যে আদর্শ দেখা যায় এবং এই বিষয়গুলির মধ্যে এদের পারদর্শিতা দেখা যায় । 

তবে বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য গুলি ধীরে ধীরে জানার চেষ্টা করবো বিশদ ভাবে । এরসাথে একেকটা বিষয় নিয়ে গভীর আলোচনা করার চেষ্টায় থাকবো । সাথেই থাকুন কেউ সঙ্ঘ ছেড়ে যাবেন না । 

বৃশ্চিক রাশির মেয়েদের বিবাহিত জীবন


সনাতন ধর্মের মেয়েদের বিবাহের পূর্বে রাশি গননার মাধ্যমে যোটক বিচার করে তারপর বিবাহের আয়োজন করে । এইক্ষেত্রে অঘোষিত প্রায় সবার জীবনে একই ভাবে কোন রাশির মেয়েদের জন্যে কোন রাশির ছেলে বা কোন রাশির ছেলেদের সাথে কোন রাশির মেয়েদের যোটক মিল হয় তা নির্ধারন করায় রয়েছে ।

এরপর তার সাথে বিবাহিত জীবন মিল রয়েছে বলে জ্যোতির্বিদরা বলে থাকেন । আজকে আমরা এই টপিকে বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে বিবাহিত জীবন কেমন হতে পারে তা নিয়ে ধারন দেওয়ার চেষ্টা করবো ।

এদের বিবাহিত জীবনে তারা শুধু এমন একজন সঙ্গীর খুঁজ করেন সে যেন তার মত বিশ্বাসী হয় এবং তাকে যেন সহযোগিতা করে । বৃশ্চিক রাশির মেয়েদের বিবাহিত জীবনে তাদের বেশি চাওয়া পাওয়ার কিছু না থাকলেও সহজে পরিবারের দায়িত্ব নিতে ভালোবাসেন ।

কারন এই জাতিকারা কঠিন দায়িত্ব পালন করতে পিছপা হয় না । স্বামীর অসুস্থতায় খুব সহযোগী হয়ে থাকে । তবে সহজে নিজের সঙ্গীকে অন্যের সাথে দেখা একদম পছন্দ করেন না । এদের বিবাহিত জীবন সর্বোপরি খুবই সুন্দর হয়ে থাকে । তবে বৃশ্চিক রাশির মেয়েদের বিবাহিত জীবন সিংহ, মকর, মীন ও বৃষ রাশির সাথে ভালো সম্পর্কের কারনে খুবই সুখী হন ।

বৃশ্চিক রাশির মেয়েদের শারীরিক গঠন


দ্বাদশ রাশির চক্রের মধ্যে এই রাশির কিছু বিষয় পরিলক্ষিত হয় । তার মধ্যে বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য এর মধ্যে বৃশ্চিক রাশির মেয়েদের শারীরিক গঠন কেমন হতে পারে সেই বিষয়ে আমরা বিশ্লষন করার চেষ্টা করবো ।

তবে মনে রাখবেন এই বিশ্লেষন গুলি সম্ভাব্য তবে পুরোপুরি না মিল্ললেও অধিকাংশই মিলে যায় । সেই হিসেবে আমরা শারীরিক গঠন সম্পর্কে বলার জন্যে এগিয়ে যাবো । বৃশ্চিক রাশির মেয়েদের শারীরিক গঠন এমন যে তাদের চুল খুব কালো এবং গাঢ় হয়ে থাকে এবং ঢেউ খেলানো হয়ে থাকে ।

এদের চোখের অবস্থা খুবই গভীর এবং আকর্ষনীয় হয়ে থাকে । তীঘ্ন ও চুম্বকীয় মায়াময় হয়ে থাকে । যা সহজে কাউকে আকর্ষন করার ক্ষমতা থাকে । আবার ভ্রু যখন খেয়াল করবেন তখন দেখতে পাবেন স্পষ্ট ও সংজ্ঞাবহ । বৃশ্চিক রাশির মেয়েরা খুবই সুন্দর ও সুষম মুখের কাঠামো সম্পন্ন হয়ে থাকে ।

খুব সুঠাম দেহের অধিকারী হয় এই রাশির জাতিকারা । দেখতে খুবই লম্বা ও পিছনের নিতম্ব ও কোমরের গঠন খুবই আকর্যনীয় । ত্বক মসৃন ও দীপ্তময় হয় আবার এক্ষেত্রে একটু পরিবর্তন দেখা যায় । এদের হাটাচলরা মধ্যে এক আত্মবিশ্বাসী ভাব ফুটে উঠে । মেয়েদের মধ্যে এই মিলগুলি খুঁজে পেলে মনে করবেন ইনি বৃশ্চিক রাশির জাতিকা ।

বৃশ্চিক রাশির মেয়েদের ভাগ্য কেমন হয়


বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে বৃশ্চিক রাশির ভাগ্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো । ভাগ্য নিয়ে প্রায় সবার মধ্যে একটা কিউরিসিটি থাকে । বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে মেয়েদের ভাগ্য কেমন তা জানার জন্যে অনেকে উৎসুক হয়ে থাকেন। এক্ষেত্রে বৃশ্চিক রাশির মেয়েদের ভাগ্য কেমন হবে ?

বৃশ্চিক রাশির মেয়েদের ভাগ্য সম্পর্কে বলতে গেলে এদের ভাগ্য তীব্র ও হতে পারে আবার মিশ্র ও হয়ে থাকে । কারন এরা খুবই আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবন হয়ে থাকে । তবে এই বিষয়টি না বললেই নই, যে তাদের ভাগ্য তাদের কর্মের উপর বেশি নির্ভর করে ।

তবে সর্বদিকে বিবেচনায় বলতে বৃশ্চিক রাশির ভাগ্য শতভাগের মধ্যে ৬৫ পর্যন্ত দেওয়া যায় ।তবে এই জাতিকার ভাগ্য সমাজ এবং পরিবারের উপর নির্ভর করে অনেকের ভাগ্যস্থান আরো বেশি হতেও পারে ।

বৃশ্চিক রাশির মেয়েদের চরিত্র কেমন হয়


চরিত্র বিষয়টি খুবই সংবেদশীল । একজন মেয়ে তার চরিত্রের উপর নির্ভর করে তার জীবন সংবিধান । কারন কথায় আছে চরিত্র হচ্ছে মানুষের প্রথম ও প্রধান মূলধন । তাই বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে তাদের চরিত্র কেমন হয় সেই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম ।

সৎ, বিশ্বস্থ, আন্তরিক এবং সত্যবাদী হওয়ায় এদের চরিত্রের মধ্যে তেমন কোন দোষ পরিলক্ষিত হয় না । তবে এই জাতিকারা খুবই আবেগপ্রবন হওয়ায় এরা সহসা নিজের বন্ধুদের সাথে খুবই আনুগত্যশীলতা দেখা দেয় ।

অত্যন্ত দানশীলতা থাকার কারনে কারো জন্যে সব কিছু উজাড় করে দিতে পারেন । হ্যা, যদি বিশ্বাসের অমর্যদা হয় তাহলে প্রতিশোধ পরায়ন হয়ে উঠে । তারা খুবই আত্মবিশ্বাসী এবং অন্যদের প্রতি খুবই আকর্ষনীয় হতেও দেখা যায় । তবে বৃশ্চিক রাশির মেয়েদের চরিত্র ভালো মানুষের সাথে সঙ্গের ফলে আরো উন্নত হতে পারে ।

বৃশ্চিক রাশির মেয়েদের প্রেম


বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে প্রেম সম্পর্কেও অনেকের জানার ইচ্ছে প্রকাশ করেছেন অনলাইনে । যে সময় বৃশ্চিক রাশির মেয়ের প্রেমে পড়ে কোন পুরুষ তখন এই ইচ্ছে খুবই প্রকাশ পাই যে, বৃশ্চিক রাশির মেয়েদের প্রেম কেমন ? বা প্রেমিকা হিসেবে কেমন এই জাতিরা ।

বৃশ্চিক রাশির মেয়েরা প্রেমিকা হিসেবে খুবই সৎ হয়ে থাকে এবং প্রেমিককে সহায়তা করতে মরিয়া । তাদের পাওয়ার মধ্যে একটি বিষয় বেশি পরিলক্ষিত তা হচ্ছে একজন ভরসা এবং বিশ্বাসী প্রেমিক । যদি এই বিশ্বাস কেউ ভঙ্গ করে তাহলে তারা প্রতিশোধ পরায়ন হয়ে উঠে ।

এই রাশির জাতিকারা খুবই তেজী হয়ে থাকেন কিন্তু নির্ভিক । এরা নিজের প্রমিকের জন্যে সব কিছু উজাড় করে দিয়ে থাকেন । এরা নিজের মনের মানুষকে কাছে রাখার জন্যে সব ধরনের কাজে সমর্থন দিয়ে থাকেন ।

একজন ভালো প্রেমিকের সবরকম সমস্যায় এরা সর্বক্ষন পাশে থাকার মানসিকতা রাখেন এবং সাপোর্ট দিয়ে থাকেন । বৃশ্চিক রাশির মেয়েরা সম্পর্ক রক্ষার জন্যে সবরকম সমস্যা সমাধান করতে পারেন এবং এদের কে এই বিষয়ে খুবই আগ্রহী দেখা যায় ।

বৃশ্চিক রাশির মেয়েদের ভবিষ্যত


বৃশ্চিক রাশির মেয়েদের মধ্যে সম্ভাব্য কিছু ভবিষ্যতের বৈশিষ্ট্যের কথা জ্যোতিষবিদরা উল্লেখ করে থাকে । আমরা সেই বিষয় গুলি একটু জানার চেষ্টা করবো । এই রাশির জাতিকাদের ভবিষ্যতে কিছু মিশ্র প্রতিক্রিয়া র‍য়েছে যেমন, কর্মক্ষেত্রে এদের কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং তার সাথে নতুন কিছু সুযোগ সৃষ্টি হওয়ার যোগ রয়েছে ।

পারিবারিক বিভিন্ন কারনে এদের খরচ বাড়তে পারে আবার প্রিয়জনের সহায়তায় এদের সামাজিক ভাবে প্রতিষ্টা লাভ সম্ভাবনা রয়েছে । ভবিষ্যতে পারিবারিক ভাবে সুখ দুঃখ দুটোই দেখা যাবে ।

তবে এই জাতিকাদের মধ্যে যারা বিবাহিত তাদের মধ্যে সন্তানের আনন্দ লাভ করার সুযোগ রয়েছে বলে ধারনা করা যায় । স্বাস্থ্যগত ভাবে মানসিক চাপ কমানোর উপর বিশেষ দৃষ্টি দেওয়ার কথা বলা হয় । আবার যারা পড়ালেখায় রয়েছে তাদের জন্যে নতুন সুযোগ আসতে পারে ।

বৃশ্চিক রাশির মেয়েদের রত্নপাথর


বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য সম্পর্কে উপরে অনেক ধারনা দেওয়ার চেষ্টা করেছি । এবার বৃশ্চিক রাশির কিছু রত্নপাথর সম্পর্কে বলার চেষ্টা করছি যা ভবিষ্যতে দৈহিক, মানসিক এবং আর্থিক ভাবে উন্নতির জন্যে সম্ভাব্য উপকার বয়ে আনবে বলে জ্যোতিষবিদরা বা এস্ট্রোলজরা বলে থাকে ।

বৃশ্চিক রাশির মেয়েদের রত্নপাথর হল পোকরাজ (Topaz) এবং প্রবাল পাথর ( Coral )
এই পাথর ধারনে ফল শুভ হতে পারে ।

এই লিংকে গিয়ে রত্নপাথরের সন্ধান করতে পারেন ।

বৃশ্চিক রাশির মেয়েদের বছরের শুভ দিন ও সময়


বৃশ্চিক রাশির মেয়েদের জন্যে বছরে শুভ দিন ও সময় হতে পারে উন্নতির জন্যে একটি নির্ধারিত পথ । যা আমরা নিম্নে বর্ননা করার চেষ্টা করছি ।
শুভ দিন ও সময়ঃ রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ।
শুভ সংখ্যাঃ ১, ৪, ২ এবং ৭ ।
শুভ তারিখঃ ৯ ১৮ এবং ২৭ ।
শুভ মাসঃ বৈশাখ, আষাঢ় ,মাঘ ও ফাল্গুন ।

বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্য সম্পর্কে শেষ কথা


বৃশ্চিক রাশির মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যে, যে বিষয়গুলি জানলে সহসা একজন বৃশ্চিক রাশির মেয়েকে চেনা যায় সেইভাবে আমরা এই জাতিকার সম্ভাব্য বিষয়গুলি তুলে ধরেছি । আশা করি এই পুরো আর্টিকেলটি পড়লে একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সহজে চিনতে পারবেন এবং জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করতে তেমন আর কোন বেগ পেতে হবে না । তাই ভালো থাকবেন এবং চরিত্রবান জীবন গঠন করবেন নিজেকে ভালোবাসবেন । ধন্যবাদ ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url